ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মঙ্গলবার তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিদুল আলম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ওসি আব্দুল হাদি, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। মেলায় কারুশিল্প, বই মেলা, পিঠা উৎসব, জুলাই বিপ্লব চিত্র প্রদর্শনী, কৃষিপন্য প্রদর্শনীসহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।