ঝিনাইদহের বারোবাজারে সড়ক মহাসড়কে চলাচল ও দুর্ঘটনা রোধকল্পে এবং সড়কের আইনকানুন, নির্দেশনা, ট্রাফিক আইন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাস ট্রাকসহ সব ধরনের যান চালকদের নিয়ে এক সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বারোবাজার বাসস্ট্যান্ডে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এই সচেতনতামূলক পথসভার আয়োজন করা হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূলবক্তব্য উপস্থাপন করেন বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহসিন হোসেন। ট্রাফিক আইন নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন এটিএসআই মনিরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন এসআই খালিদুর রহমান, থানার অন্যান্য পুলিশ সদস্যরা এবং বারোবাজার ও তার আশপাশের এলাকার বাস, ট্রাক, মিনিবাস এবং মাইক্রোবাসের প্রায় ৩ শতাধিক চালক। প্রধান অতিথির বক্তব্যে বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসিন হোসেন বলেন, নিরাপদ এবং সুশৃংখল মহাসড়ক নিশ্চিত করার জন্য হাইওয়ে পুলিশ সর্বদা চেষ্টা করে যাচ্ছে। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন জনগণের সচেতনতা এবং মহাসড়কে আইন মেনে চলা। আইন মেনে শৃঙ্খলার সাথে মহাসড়ক ব্যবহার করলে আমরা দুর্ঘটনা এড়িয়ে চলতে পারবো। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অনেক বেশি। তাই সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার কোনো বিকল্প নেই।