শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

পাবর্তীপুর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মানববন্ধন

খালিদ বিন মারুফ হোসেন (পাবর্তীপুর) দিনাজপুর
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

পাবর্তীপুর উপজেলা নিবার্হী অফিসার ফাতেমা খাতুনের অপসারনের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও নাগরিক কমিটি। জানা যায়, বুধবার বিকাল ৩ টায় স্থানীয় শহিদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও জাতয় নাগরিক কমিটির পাবর্তীপুর শাখার ব্যানারে পাবর্তীপুর উপজেলা নিবার্হী অফিসার ফাতেমা খাতুনের বিরুদ্ধে ব্যাপক দুনীতির দাবি তুলে মানববন্ধন করে । মানববন্ধন শেষে বিভিন্ন স্থান থেকে আগত অর্ধশত মানুষ ব্যানার ফেস্টুন হাতে তার অপসারণ দাবী করেন। এসময় বক্তব্য রাখেন নাগরিক কিমিটির পার্বতীপুরের প্রতিনিধি তারিকুল ইসলাম, সোহেল সাজ্জাদ, রোকুনুজ্জামান রকিসহ সংশ্লিষ্টরা। তারা বলেন, আওয়ামী লীগের দোষর ইউএনও ফাতেমা খাতুন দীর্ঘদিন যাবৎ পার্বতীপুর উপজেলায় একক স্বেচ্ছাচারিতায় রাজত্ব কায়েম করেছে। নানা অনিয়মের অভিযোগে পর পর দুই বার বদলী আদেশ হলেও অজ্ঞাত কারনে তা স্থগিত হয়। অনতিবিলম্বে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তারা। পরে উত্তেজিত আন্দোলনকারীরা বিকেল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে প্রবেশ করলে পরিস্থিতি বেগতিক দেখে প্রশাসনের সহযোগীতায় অফিস ত্যাগ করেন অভিযুক্ত ইউএনও ফাতেমা খাতুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com