নাটকের নামে অশ্লীল নৃত্য বন্ধ করতে বলায় মাদ্রাসার প্রিন্সিপালকে মারধরের প্রতিবাদে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মেলান্দহ উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি মেলান্দহ জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে স্থানীয় চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম, নির্বাহী সভাপতি আল্লামা মুফতি শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সোলাইমান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, মঙ্গলবার রাতে মেলান্দহ নাংলা গরুহাটিতে নাটক ও অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়। মধ্যরাতে উচ্চস্বরে অশ্লীল নৃত্যু ও গান বাজনা বন্ধ করতে বলায় মেলান্দহ পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপি ও যুবদলের নেতারা স্থানীয় জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি শামসুদ্দিনকে মারধর করেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তৌহিদী জনতা।