বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈল ইউনিয়নের কালুপাড়ায় ‘ওয়াই.এস.হিউম?্যনিটারিয়ান অর্গানাইজেশন’-এর উদ্যোগে এক মতবিনময় সভা ও গরীব ছাত্রদের মাঝে আর্থিক অনুদান এবং মসজিদে ফ্লোরকাফেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে ওয়াই.এস.হিউম্যনিটারিয়ান অর্গানাইজেশন প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিনের গৈলা কালুপাড়া গ্রমের বাড়িতে এক আলোচনা সভা ও ছাত্রদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি মো.আনোয়ার জাহিদ আলো। এসয় বক্তব্যে রাখেন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো.মাহাবুবুল ইসলাম, সাংবাদিক এসএম ওমর আলী সানি, মো.ফরহাদ হোসেন, মো.তোফাজ্জেল হোসেন তোতা, সাবেক সেনা সদস্য জাকির হোসেন, আমিনুল হক ফিরোজ, মাদ্রাসার সুপার মো.রফিকুল ইসলাম প্রমুখ। সভা শেষে দরিদ্র ছাত্রদের মাঝে আর্থিক অনুদান মসজিদে ফ্লোরকারফেট প্রদান করা হয়।