শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

ডোমারে রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে যুবদলের লিফলেট বিতরণ

আনিছুর রহমান মানিক (ডোমার) নীলফামারী
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

নীলফামারীর ডোমারে গণতান্ত্রিক-মানবিক-আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা আদায়ে লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। জোড়াবাড়ী ইউনিয়ন যুবদল আয়োজিত শনিবার সন্ধ্যায় মিরজাগঞ্জ হাটে প্রধান অতিথি হিসাবে কর্মসূচির শুভ সূচনা করেন নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। এ সময় উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখারুল আলম তিতুমির, পৌর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজির উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মারুফ সুজন, সহ-সভাপতি আসাদ্জ্জুামান আসাদ, সাবেক সভাপতি মজির উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লেলিন, ইউনিয়ন যুবদলের আহবায়ক রবিউল আলম ভুট্টু, তোজাম্মেল হক, কৃষকদলের ইউনিয়ন সভাপতি আখতারুজ্জামান লিখন, মৎস্যজীবি দলের সভাপতি হারুন অর-রশিদ রবি সহ সহযোগি অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। এদিন তারা মিরজাগঞ্জ হাটের দোকানদার, পথচারী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ ছাড়াও তারেক রহমান এবং ডোমার ডিমলার মাটি ও মানুষেন জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর পক্ষে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com