রবীন্দ্রনাথ ব্যানার্জী রচিত কিশোর উপন্যাস ‘রহস্যময় জঙ্গলবাড়ি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। গতকাল সন্ধ্যায় প্রেসক্লাব ফুলতলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলে খোদা বাচ্চু। আমন্ত্রিত অতিথি ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, সহ-সভাপতি অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, যুগ্ম সম্পাদক আনন্দ কুমার স্বর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দীনেশ রায় চৌধুরী, শিক্ষক নিরঞ্জন প্রসাদ বিশ্বাস, অনুপ কুমার বিশ্বাস, ইমরানুর রহমান বিপ্লব প্রমুখ। পরে অতিথিবৃন্দ লেখক রবীন্দ্রনাথ ব্যানার্জীকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এসময় প্রধান অতিথি বলেন, রবীন্দ্রনাথ ব্যানার্জী রচিত কিশোর উপন্যাস রহস্যময় জঙ্গলবাড়ি বইটি রোমাঞ্চকর এ্যাডবেঞ্চার কাহিনী রহস্যময় জঙ্গলবাড়ি একটি রহস্যময় ঘটনাদ্বারা আবৃত। এটি বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের এমনকি বড়দেরও বইটি পড়ার প্রতি আগ্রহে উদ্দীপনা যোগাবে।