বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখা ও রামচন্দ্রপুর এলাকাবাসীর উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) ও এলাকাবাসীর সকল মুর্দেগানের ঈসালে সাওয়াব উপলক্ষ্যে ১০ম বার্ষিক আজিমুশ্বান ওয়াজ ও দোয়ার মাহাফিল সম্পন্ন হয়েছে। ১৩ ফেব্রুয়ারী রোজ. বৃহস্পতিবার রামচন্দ্রপুর বায়তুল হুদা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে বেলা ২ ঘটিকা হইতে মধ্যরাত পর্যন্ত মাহফিল চলে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন হাফিজ আব্দুর রহমান, মোঃ বুলবুল আহমদ (ওয়াতির), মোহাম্মদ জাহান। প্রধান আতথি হিসেবে নসিহত পেশ করেন শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ:) এর সুযোগ্য নাতি মাওলানা মারজান আহমদ চৌধুরী, প্রধান আকর্ষণ হিসেবে বয়ান রাখেন, লেখক ও গবেষক ড.মুফতি মোরশেদ আলম সালেহী, প্রধান মুহাদ্দিস দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ঢাকা, প্রধান বক্তা হিসেবে বয়ান রাখেন মাওলানা নুরুল আমীন আনোয়ারী, রবিরবাজার,কুলাউড়া, বিশেষ অতিথি হিসেবে বয়ান রাখেন মাওলানা আব্দুল বাছিত আশিকী, কমলগঞ্জ, মাও. আবু বক্কর সিদ্দিক জিয়াব, সাধারণ সম্পাদক, লতিফিয়া ক্বারী সোসাইটি কমলগঞ্জ, হাফিজ মাও. মুস্তাকিম আহমদ, ইমাম খতিব, চুবড়া জামে মসজিদ, মৌলভীবাজার, মাওলানা উমর ফারুক, কাজী, ১নং রহিমপুর ইউনিয়ন, সাইদুল হোসাইন ফয়ছল, ভারপ্রাপ্ত সুপার, খয়রুন নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হাফিজ মাও. আব্দুস সালাম সুহেল, শিক্ষক, শাহজালাল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা রামচন্দ্রপুর, মাওলানা সাইদুর রহমান আদর, ইমাম ও খতিব, শ্যামেরকোনা জামে মসজিদ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সামাদ রাফি, সভাপতি আলামীযে ইসলামীয়া, কমলগঞ্জ উপজেলা। এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগন বয়ান পেশ করেন।