শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

সীতাকুন্ডে শিব চতুর্দ্দশী মেলা উপলক্ষে প্রস্তুতি সভা

জয়নাল আবেদীন সীতাকুন্ড
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রামের সীতাকুন্ডে শিব চতুর্দ্দশী ও দোল পূর্ণিমা মেলা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার সময় সীতাকুন্ড উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারী শিব চতুর্দ্দশী এবং ১৪ মার্চ দোল পূর্ণিমা মেলা উপলক্ষে কার্যনির্বাহী কমিটির প্রস্ততি সভাটি অনুষ্ঠিত হয়। সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার ও মেলা কমিটির সভাপতি মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা মেলা কমিটির সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মনোজ কুমার নাথ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সীতাকু- মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, সীতাকু- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ শাহিনুর, উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ তাহের, এসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুবউদ্দিন শিবলী, চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র নারায়ণ নাটু, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অমল্দেু কনক, সীতাকু- প্রেস ক্লাবের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র আহবায়ক জাকির হোসেন মাস্টার, পৌর জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আলী আকবর, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য ইউসুফ নিজামী, মেলা কমিটির যুগ্ম-সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, অর্থ সম্পাদক পাবন কৃষ্ণ দাস, সহ-অর্থ সম্পাদক সুজন মল্লিক, সীতাকু- প্রেস ক্লাবের যুগ্ম-আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, মেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সীতাকু- প্রতিনিধিবৃন্দ, উপজেলা মেলা কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com