আওয়ামী লীগের ফেইসবুক পেইজ থেকে সারাদেশে হরতালের ঘোষাণার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টঙ্গী বাজার থেকে টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিক্ষোভ করে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল মন্ডল এর নেতৃত্বে, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং মানুষের জানমাল রক্ষায় এই কর্মসূচি জানিয়ে নাজমুল মন্ডল বলেন, পতিত আওয়ামী সরকার ছাত্র-জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালালেও তার দোসররা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। শুক্রবার রাতে আওয়ামী লীগের ফেইসবুক পেইজ থেকে সারাদেশে হরতালের ঘোষনা দেয়। সেই লক্ষ্যে ব্যবসায়ীদের দোকানপাটের নিরাপত্তাসহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় আমরা মাঠে রয়েছি। তাদের দোসরদের যেখানেই পাব সেখানেই গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। তাদেরকে কোনভাবেই দেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আজকে মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে শক্ত অবস্থানে রয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা আবুল কালাম, আলমগীর পাঠান, আলি হোসেন, হারুন, সাইফুল আক্তার, আব্দুল্লা, অপু, মমিন ফকির, ফরহাদ, হাবিব মোল্লা, পিয়াস, জাকির, কুদ্দুস, জাফর, রসিদ, তারেক, মাসুদ, বাদল, লিটন গাজি প্রমুখ। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে ডেভিল গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। কেউ নৈরাজ্য চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।