শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

ভাষা আন্দোলনের সিনেমা

বিনোদন:
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রক্ত দিতে হয়েছিল। সেই আত্মত্যাগের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর সবচেয়ে ভালো মাধ্যম চলচ্চিত্র। কিন্তু সেই উদ্যোগের যথেষ্ট ঘাটতি রয়েছে। জাতির এই মহান অর্জন নিয়ে চলচ্চিত্র নির্মাণ কেন এত কম? কী বলছেন নির্মাতারা? মুক্তিযুদ্ধের আগে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে যে সংগ্রাম হয়েছিল, গৌরবময় সেই ইতিহাস নিয়ে নির্মিত হয়েছে অল্প কয়েকটি সিনেমা। লেখক-বুদ্ধিজীবী আহমদ ছফার ‘ওঙ্কার’ উপন্যাস অবলম্বনে শহীদুল আলম খোকন ২০০৬ সালে বানিয়েছিলেন সিনেমা ‘বাঙলা’। বেশ ভালো ব্যবসা করেছিল সিনেমাটি। তাতে অভিনয় করছেন শাবনূর, হুমায়ুন ফরীদি, মাহফুজ আহমেদ প্রমুখ। এর আগে ১৯৭০ সালে ‘জীবন থেকে নেয়া’ নির্মাণ করেন জহির রায়হান।
সর্বশেষ তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ বেশ প্রশংসা কুড়ায়। তারপর? ভাষা আন্দোলনের সিনেমা কেন এত কম? অনেক নিমার্তার কাছে এ প্রশ্ন রাখলেও যৌক্তিক কোনো জবাব দিতে পারেননি কেউই। কারণ হিসেবে অনেকে বলেছেন ‘নিরস বিষয়’। অনেকে বলেছেন ‘বাণিজ্যিক উপাদান কম’। অনেকে এ নিয়ে মন্তব্য করতেও রাজি হননি।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াতের কাছেও জানতে চাওয়া হয়, ভাষা আন্দোলন নিয়ে বাংলাদেশে সিনেমা এত কম কেন? জাগো নিউজকে তিনি বলেন, ‘ভাষা আন্দোলন নিয়ে ছবি করতে গেলে কিছু সংকট আছে। মুক্তিযুদ্ধ নিয়ে ছবি করতে গেলে সেসবের একটা গাইডলাইন আছে। সেসব গাইডলাইন অতিক্রম করেও নতুন গল্প তৈরি করা যায়। কাল্পনিকভাবে গল্প তৈরি করে সিনেমাটিকভাবে সেসব দেখানো যায়। কিন্তু ভাষা আন্দোলন নিয়ে কিছু করতে গেলে ইতিহাসের বাইরে যাওয়ার সুযোগ নেই। তা ছাড়া এটা এত নিরস একটা বিষয়, এই বিষয়ে বাণিজ্যিকভাবে সাকসেস হওয়ার সুযোগ নাই। যার ফলে বাণিজ্যিক দিক থেকে লোকসান দিতে হবে ভেবে প্রযোজকরা ঝুঁকি নেননি হয়তো।’
হতাশা আছে তরুণ নির্মাতাদের মধ্যেও। যথাযথ পৃষ্ঠপোষকতা না থাকাকেও কারণ হিসেবে উল্লেখ করেছেন তাদের কেউ কেউ। খিজির হায়াত খান বলেন, ভাষা আন্দোলন আমাদের অস্তিত্বের ইতিহাস। এ নিয়ে সিনেমা এত কম, এটা খুবই লজ্জার বিষয়। তবে এর কারণও রয়েছে। ইতিহাসনির্ভর চলচ্চিত্র নির্মাণে দুর্বল কাঠামো, বাজেটের স্বল্পতা, ইতিহাসবিকৃতি ও সেটাকে রাজনীতিকীকরণ, দেশের ইতিহাসের প্রতি তরুণ প্রজন্মের অনাগ্রহ, দেশের চলচ্চিত্র শিল্পের ভরাডুবির কারণেও ছবি হয়নি। সঠিক ইতিহাসের ভিত্তিতে ভাষা আন্দোলনসহ ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার সময় এসেছে।’ তবে তরুণ নির্মাতারা ভাষা আন্দোলন নিয়ে সিনেমা বানাতে আগ্রহী। তারা মনে করেন, ১৯৪৮ থেকে শুরু হওয়া ও ১৯৫২ সালে বিকশিত ভাষা আন্দোলন যত পেছনে যাচ্ছে, ততই এ নিয়ে সিনেমা নির্মাণ জরুরি হয়ে উঠছে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস তুলে ধরার সবচেয়ে ভালো মাধ্যম ভিজ্যুয়াল বা সিনেমা। তরুণ নির্মাতা শঙ্খ দাস গুপ্ত বলেন, রাষ্ট্রীয়ভাবে এ ব্যাপারে আরো বেশি তৎপর হওয়া দরকার। ইচ্ছা আছে, কখনো না কখনো আমি এই বিষয় নিয়ে সিনেমা নির্মাণ করব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com