গতকাল সোমবার রাজশাহীর কেশরহাট বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র ১৮১তম শাখা উদ্বোধন করা হয়েছে। ১৮১তম শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান ড. এম সাদিকুল ইসলাম, এফসিএমএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিসেস মাকসুদা বেগম, ভাইস চেয়ারম্যান, সোশ্যাল ইসলামী ব্যাংক ও সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, মিসেস হুসনে আরা শিখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নাজমুল সায়াদাত ব্যবস্থাপনা পরিচালক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন বিএনপি’র স্থানীয় রাজনীতিক মোঃ আলাউদ্দীন আলো, প্রভাষক খুশবর রহমান, উপজেলা জামায়াত আমীর জি এ এম আব্দুল আওয়াল, জামায়াত নেতা সাবেক ইউ,পি চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর মৃধাসহ ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।