রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

টঙ্গীতে মাদক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ

বশির আলম টঙ্গী
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুর টঙ্গীতে মাদক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছেন ৫৪ নং ওয়ার্ড বিএনপি ও ৫৪নং সর্বস্তরের সাধারণ জনগন। সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানাধীন ৫৪ নং ওয়ার্ড মোল্লাবাড়ী রোড বালির মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। শান্তি শৃঙ্খলা পরিষদ সভাপতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে ৫৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. হাতেম মাষ্টারের সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর, টঙ্গী পশ্চিম থানা বিএনপি সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলেক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি ঠেকাতে আমাদের সকলকে ঐক্যবদ্দ থাকতে হবে। ৫৪নং ওয়ার্ডকে সন্ত্রাসমুক্ত করেতে আমি সবসময় আপনাদের পাশে আছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাদিজা আক্তার বিনা সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর মহিলা দল, তাইজুল ইসলাম সভাপতি গাজীপুর মহানগর তাঁতীদল , আমির হোসেন বেপারী সাধারণ সম্পাদক টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দল, শেখ মোহাম্মদ শামীম রেজা সাবেক প্রচার সম্পাদক ছাত্রদল টঙ্গী সরকারী কলেজ ৫৪ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, জালাল খলিফা সাধারণ সম্পাদক টঙ্গী পশ্চিম থানা কৃষক দল, হেমায়েত উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক ৫৪ নং ওয়ার্ড বিএনপি, তৈয়ব আলী হাওলাদার সাবেক সহসভাপতি ৫৪ নং ওয়ার্ড বিএনপি, হালিমা আক্তার সুমি দপ্তর সম্পাদক টঙ্গী পূর্ব থানা মহিলা দল, মাওলানা আবু বক্কর সভাপতি খেলাফত মজলিস গাজীপুর মহানগর, হাজী বেলায়েত হোসেন সাবেক ছাত্রদল নেতা, পৌর মেয়র প্রার্থী চাটখিল উপজেলা, ইব্রাহিম খলিল সভাপতি নোয়াখালী সমিতি টঙ্গী পশ্চিম থানা, ইব্রাহিম খলিল বাধন সহসভাপতি টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দল, শাহীন হোসেন সাবেক ছাত্র নেতা, জুয়েল মাল, ফজলুল হক হাওলাদার সাবেক সভাপতি নিরাপত্তা পরিষদ, হযরত আলী মাতবর, জাহাঙ্গীর আলম, আবু বকর মাষ্টার, বাবু, মনির, কাজল মন্ডল, লিটন, সাজিদ হোসেন মনির, সোহেল খলিফা সহ স্থানীয় বিএনপি’র বিভিন্ন ইউনিট পর্যায়ে নেতৃবৃন্দ ৫৪ নং ওয়ার্ড সর্বস্তরের জনগন ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৫৪ নং ওয়ার্ড শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। আমি আপনাদের সহযোগিতা নিয়ে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হস্তে নির্মূল করতে আপনাদের পাশে আছি । আপনারা সহযোগিতা করুন আপনার একটু সতর্ক থাকলে এলাকায় কোন সন্ত্রাসের জায়গা হবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com