তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে ব্যানার সহ বর্ণাঢ্য রেলি মিছিল বের হয়। রেলিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় এসে শেষ হয়। পরে দরবার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম।গন অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলাম গলাচিপার আমির ডাঃ জাকির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পৌর সভাপতি মোঃ নাজমুল হাসান রিপন, চিকনীকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ। স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় সঞ্চালনা ও দিবসের তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন। এ সময় সভায় উপস্থিত থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধীসমাজ ও সাংবাদিকবৃন্দ।