নড়াইলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কমিটির নব নির্বাচিত সদস্যদের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মো: মনিরুল ইসলাম।আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা কমিটির সভাপতি তানভীর রহমান তনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারন সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারন সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান।এ সময় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা খান মো: কবীর হোসেন,সহ-সভাপতি আরমান আলী খান ও মো: রাশেদুজ্জামান জুয়েল, প্রচার সম্পাদক আল আমীনসহ ৬১সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নড়াইল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা খান মো: কবীর হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো একজন সফল ক্রীড়া সংগঠক ছিলেন। তাঁর হাত ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছিল। বিশে^র বিভিন্ন দেশে বাংলাদেশের খেলোয়াড়রা সম্মানসূচক অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন।