রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্প এর আওতায় দিনাজপুরের হাকিমপুরে তিনদিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় ১৪টি স্টলে কৃষকরা তাদের বিভিন্ন জাতের গাছ গাছালি ও পণ্য সাজিয়ে রেখেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) মেলার দ্বিতীয় দিন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা চত্বরে কৃষি সম্পাসরণ অধিদপ্তরের আয়োজনে এই মেলাটির উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, কৃষকদের বিভিন্নভাবে উদ্বুদ্ধকরণের জন্য নতুন নতুন কিছু জাত বা চাষ আছে তারা যেন এইগুলো চাষাবাদ করেন এবং ধরে রাখেন সেই লক্ষে আজকে এই মেলার আয়োজন করা হয়েছে।