খুলনা শহরকে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলতে কমিউনিটি পর্যায়ে ব্যাপক প্রচার বিষয়ে পরিকল্পনা সভা মঙ্গলবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার। সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, খুলনা নগরীকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে সচেতনতামূলক প্রচারের ক্ষেত্রে নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। সবাইকে স্বাস্থ্যকর জীবনযাপন বিষয়ে জানাতে হবে এবং স¦াস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে নাগরিকদের উৎসাহ দিতে হবে। গৃহস্থালির আবর্জনা বাড়ির সামনে অথবা ড্রেনে ফেললে চলবে না, বরং ডাস্টবিন বা নির্ধারিত স্থানে ফেলার চর্চা করতে হবে। পরিচ্ছন্ন শহর গড়ে তোলা চ্যালেঞ্জিং তবে অবশ্যই বাস্তবায়নযোগ্য। এটি বাস্তবায়িত হলে খুলনাবাসী উপকৃত হবে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় কেসিসি সচিব শরীফ আসিফ রহমান, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোছঃ শাহীন আখতার পারভীন, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) খোন্দকার হোসেন আহম্মদ, কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার-সহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধি, ক্রীড়াবিদ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় স্বাস্থ্যকর শহর বিষয়ে তথ্য উপস্থাপন করেন বিশ^স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ। স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন খুলনা নগরী গড়তে প্রচার কৌশল নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।