কক্সবাজার সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক বাস্তবায়িত ইউনিসেফ এর আর্থিক সহায়তায় স্কিলফো পাইলট প্রকল্পে নিয়োজিত এমসিপি রিভিও ওয়ার্কসপ” সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় চকরিয়া পৌরশহরের চকরিয়া সিটি মড়েল স্কুল ডিজিটাল ল্যাবে এ এমসিপি রিভিও ওয়ার্কসপ” সম্পন্ন হয়। চকরিয়া উপজেলা কো-অর্ডিনেটর ও ট্রেইনার আসাদুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি স্কিলফো কোর্স কো-অর্ডিনেটর টুবলু দের উপস্থিতিতে ইউনিসেফ শিক্ষা শাখার কোর্স কো অর্ডিনেশেন এন্ড মনিটর মো: সুমন মোল্লা, চকরিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মনির আহমদ। অনুষ্ঠানে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স, কম্পিউটার (পরিচালনা ও গ্রাফিক ডিজাইন), টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং, মোবাইল ফোন সার্ভিসিং, কনজিউমার ইলেকট্রনিক্স, ম্যাশনারী এন্ড রড বাইন্ডিং, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং, বিউটি কেয়ার, রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং, ফুড এ্যান্ড বেভারেজ (সার্ভিস এ্যান্ড প্রোডাকশন), ফ্রন্টডেস্ক ম্যানেজমেন্ট এবং হাউজকিপিং, এ্যালুমিনিয়াম ফেব্রিকেশন, অটোমোটিভ মেকানিক্স সহ ২৪ প্রকারের ব্যবসা প্রতিষ্টানের ট্রেনিং মাষ্টার /এমসিপি, শিক্ষার্থী সহ ৩ শতাধিক প্রতিষ্টান মালিক ও উদ্দোক্তা উপস্থিত ছিলেন।