শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

চকরিয়া-লামা সীমান্ত অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫জনের কারাদন্ড

মনির আহমদ কক্সবাজার
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

লামা উপজেলার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চকরিয়া-লামা সীমান্তখালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫জনকে কারাদন্ডে দন্ডিত করেছে। চকরিয়া ও লামা উপজেলার সীমান্ত খালের ফাঁসিয়াখালীর কুমারী ও পেতইন্যার ছড়া এবং উচিতারবিল খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রীর অপরাধে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ৫ জন বালু ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় মোবাইল কোর্টে তাদের ৫ ব্যবসায়ীকে দুই মেয়াদে সাজা দিয়েছে। ২৬ ফেব্রুয়ারী বুধবার বেলা ১২টার সময় লামা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রূপায়ন দেব এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। গ্রেফতারকৃত বালু ব্যবসায়ীরা হলো, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউ.পি’ খন্দকার পাড়ার মোহাম্মদ হোসেনের পুত্র আবদুস সালাম(৫৫)। ও একই এলাকার দক্ষিণ ঘুনিয়া ৫ নং ওয়ার্ডের নুরুল কবিরের পুত্র জমির উদ্দিন(৪০)। উভয় ফাঁসিয়াখালী ইউ.পি, চকরিয়া, কক্সবাজার-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক প্রতিজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও চকরিয়া পৌরসভা, চকরিয়ার পশ্চিম পুক পুকুরিয়া ০৯নং ওয়ার্ডের নুরুল কবিরের পুত্র মিজানুর রহমান(৩৫), মুসলিম নগর, ফাঁসিয়াখালী ইউ.পি, চকরিয়া, কক্সবাজারের নুরুল আলমের পুত্র সাদ্দাম হোসেন(২৫) এবং নয়াপাড়া, ফাঁসিয়াখালী ইউ.পি, চকরিয়া, কক্সবাজারের আহমদ সোবহানের পুত্র নুরুল আমিন(২৭)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক প্রতিজনকে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। এ অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও লামা থানার পুলিশ। লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ বিপন্নকারী কাউকে ছাড় দেওয়া হবেনা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com