গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মঙ্গলবার জাতীয় স্থানীয় সরকার দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ‘‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার’’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে, যাতে এলাকার জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী মোঃ শাহিনুজ্জামান, সচিব জহির উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান এবং জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্যে স্থানীয় সরকারের কার্যক্রম ও উন্নয়নমূলক কাজের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, দিবসটি উপলক্ষে পৌর এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানও চালানো হয়, যা জনগণের স্বাস্থ্য এবং পরিবেশগত উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়। এ ধরনের আয়োজনে স্থানীয় জনগণের অংশগ্রহণ তাদের সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে।