শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ব্যারিস্টার মারুফ ইব্রাহিমের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

ভোলার বোরহানউদ্দিনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মারুফ ইব্রাহিমের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত বিকল্প প্রার্থী ও জাতীয় দৈনিক খবরপত্রের সম্পাদক ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশের পক্ষ থেকে শত শত শিক্ষার্থীদের মাঝে ফাইল, ফোল্ডার, কলম, স্কেল সহ বিভিন্ন রকম শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ নোমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০ টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম উপস্থিত থেকে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন। এসময় শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাস দেখা যায়। শিক্ষার্থীদের অভিবাবকরা জানান, আমাদের সন্তানরা দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে কিন্ত এরকম উদ্যোগ আগে কখনো দেখিনি আজ যে উদ্যোগ নিয়েছে ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আমরা এই জন্য খুব খুশি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com