রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

রংপুর জেলা ওলামাদলের কর্মী সমাবেশ ও কমিটি গঠন

নুর ইসলাম চান রংপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রংপুর জেলা শাখার কর্মী সমাবেশ গতকাল বৃহস্পতিবার রংপুর নগরের একটি কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় মাদলের সিনিয়র সদস্য ওলামা দলের সিনিয়র সদস্য ও রংপুর বিভাগীয় টিম প্রধান মাওলানা কাজী মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আনোয়ার শাহাদত ও ফজলুর রহমান বাদল এসময় আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ড. সৈয়দ খলিলুর রহমান, মাওলানা মিম খিজির আহমদ, মাওলানা ফজলুল করিম, মাওলানা মেজবাহ উদ্দিন মাসউদ, মাওলানা আশরাফ আলী, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রংপুর বিভাগীয় টিম প্রধান মাওলানা মোহা: ইনামুল হক মাজেদী, কেন্দ্রীয় সদস্য মাওলানা জামাল উদ্দিন ফয়জি, মাওলানা কাজী মোখলেসুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন পীরগাছা উপজেলার ওলামাদের নেতা মাওলানা মাইদুল ইসলাম, আরোও বক্তব্য রাখেন রংপুর জেলার সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মাওলানা হোসেন সোহরাওয়ার্দী, সদস্য সচিব মাওলানা আব্দুল মমিন জিহাদী, পীরগাছা উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, রংপুর সদর উপজেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, গংগাছড়া উপজেলা সাবেক সভাপতি মাওলানা আজিজুল ইসলাম, তারাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা কিবরিয়া, পীরগাছা উপজেলা সভাপতি মাওলানা মুফতি মোঃ নুরুন নবী মিঞাজী, মিঠাপুকুর উপজেলা সাধারণ সম্পাদক এরশাদ মাওলানা এরশাদুন্নবী, বদরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোঃ ইমদাদুল হক, কাউনিয়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সালাউদ্দিন প্রমুখ। দ্বিতীয় পর্বে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মাওলানা মোঃ ইনামুল হক মাজেদীকে আহবায়ক ও মাওলানা মুফতি নুরুন নবী মিঞাজীকে সদস্য সচিব নির্বাচিত করে ওলামা দল রংপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়। পরে বিএনপির কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় প্রয়াত নেতৃবৃন্দ, রংপুর মহানগর শাখার সাবেক আহ্বায়ক মাওলানা আফজালুল হক নোমান ও মহানগর শাখার সাবেক ভারপ্রাপ্তআহ্বায়ক, জেলার সাবেক সদস্য সচিব মাওলানা নুরুল আবছার দুলাল সহ মরহুম সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় রংপুর জেলা শাখার বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com