চট্টগ্রামের ফটিকছড়িতে শিল্পপাড়া তরুণ ও প্রবাসী সংঘ কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল সম্পূর্ণ হয়েছে। এতে করম আলী তালুকদার বাড়ি ক্রিকেট একাদশ মহালদার বাড়ি হিলফুল ফুজুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুক্রবার বিকালে জমাদার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কাঞ্চননগর ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আবছার উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ফটিকছড়ি থানা শাখার আমির নাজিম উদ্দিন ইমু। খেলায় উদ্বোধক ছিলেন ইশতেহান আহমেদ আরাফ, জেলা জামায়াত নেতা এজহারুল ইসলাম, আকর্ষণ ছিলেন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের ফটিকছড়ি থানা সভাপতি মোঃ নবীর হোসেন মাসুদ, সংবর্ধিত অতিথি ছিলেন আল মিনার ট্রভেলস এন্ড হজ্ব কাফেলার স্বত্বাধিকারী মোহাম্মদ ইকবাল হোসেন, ট্রপি উন্মোচক ছিলেন ব্যবসায়ী বাবু বিকাশ দে, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নুরুন্নবী, দুবাই প্রবাসী বাবু উজ্জ্বল দে, মোহাম্মদ ইকবাল হোসেন সাদ্দাম ও সেলিম সর্দার। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।