শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

মুন্সীগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি

হুমায়ুন কবির মুন্সীগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২ মার্চ, ২০২৫

‘প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন বিসিএসের ২৫টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। বেলা সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা অবস্থান নেন। এতে স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাঘাত ঘটে। কর্মবিরতিতে অংশ নেয় হাসপাতালটির সহকারী পরিচালক ডাঃ মোঃ আরিফউজ্জামান, তত্ত্বাধায়ক আহাম্মদ কবীর, সিনিয়র কনসালট্যান্ট ডাঃ দেওয়ান নিজাম উদ্দিন আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শেখ মোঃ এহসানুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডাঃ উত্তম কুমার সাহা সহ অন্যান্য সকল চিকিৎসকবৃন্দ। হাসপাতালটির সহকারী পরিচালক ডাঃ মোঃ আরিফউজ্জামান বলেন, “সবাই আমরা যার যার জায়গা থেকে যার যার পেশাগত দক্ষতা দিয়ে আমরা জনগণের সেবা তথা দেশের সেবা করে থাকি। দেখা গেছে, এই ২৫ টি ক্যাটার সবসময় বৈষম্যের স্বীকার হচ্ছে। এজন্য আমরা চাই পেশাগত দক্ষতা ভিত্তিক যে ক্যাডারগুলো রয়েছে। সেই ক্যাডারগুলোকে কর্মের ক্ষেত্রে তাদের পূর্ণ ক্ষমতা দিতে হবে। অর্থাৎ মন্ত্রনালয়ে আমরা দেখতে পাচ্ছি যে, নীতি নির্ধারণী পর্যায় সেখানে সবসময় প্রশাসন ক্যাডারের অফিসাররাই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা চাই যার যার পেশাগত দক্ষতা দিয়ে সব ক্যাডারের অফিসাররা নীতি নির্ধারণী পর্যায়ে তারা থাকুক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com