ঢাকার কেরাণীগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে কেরাণীগঞ্জ উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া। কেরাণীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সদস্য সচিব মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার। প্রধান অতিথি রিনাত ফৌজিয়া বিজযীদের হাতে পুরস্কার তুলে দিযে উপস্থিত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, লেখা পড়ায় মেধাবী হয়ে নিজেকে পরিচিতি করা যায়, আবার ভাল খেলাধুলা করে জাতীয় দলে খেলে নিজেকে পরিচিতি করানো যায়। তাই লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা অত্যান্ত গুরুত্বপূর্ণ। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।