শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

সদরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

ফরিদপুরের সদরপুর উপজেলায় ফুটপাত দখলমুক্ত ও ভাসমান হকার উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ৪ মার্চ মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলা সদরের বিভিন্ন রাস্তার পাশে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযান পরিচালনা কালে রাস্তার পাশে অবৈধ দোকান উচ্ছেদ,অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। এছাড়া রাস্তার পাশের বিভিন্ন দোকানের সামনের বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়। এতে দুর্ভোগ কমে জনসাধারনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন,সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন খোকন, পাট উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই মোঃ রায়হান মোল্যা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অভিযান কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, ফুটপাত দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনে ব্যাবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com