শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

মহালছড়ি উপজেলা মৎস্য অফিস এলাকায় দরিদ্র মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ করেছেন

দীপক সেন মহালছড়ি
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প রাঙ্গামাটি এর আওতায় মহালছড়ি উপজেলার দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের নমিত্ত পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদানের লক্ষ্যে এলাকার বাছাইকৃত ২৫ জন দরিদ্র জেলেকে ছাগল ও শুকুর বিতরণ /সরবরাহ করা হয়। এ উপলক্ষে ৪ মার্চ মঙ্গলবার উপজেলা মৎস্য প্রাঙ্গণে অনুষ্ঠিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা মৎস্য অফিসার প্রবীন চন্দ্র চাকমা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অসিার মৎস্য অফিসের এতদসংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীগণ এ সময় সুফলভোগীদের উদ্দেশ্যে পরামর্শমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা মৎস্য অফিসার প্রবীণ চন্দ্র চাকমা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com