বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

নুর ইসলাম চান রংপুর
  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫

রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার বিভিন্ন অনিয়ম দুর্ণীতির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার পিজিআর খামারীরা। বুধবার (৫ মার্চ) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন খামারী সাজেদুল ইসলাম, দুলু মিয়া, শাজাহান ও শাবানা প্রমুখ। বক্তারা বলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে অত্র অফিসে বিভিন্ন অনিয়ম দুর্ণীতির আতুড়ঘর তৈরি করেছেন। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রতিটি ইউনিয়নের পিজি খামারীদের বরাদ্দকৃত ২টি সভার বাজেটের টাকা আত্মসাত করেছেন। চলতি সনের ৩০ জানুয়ারী এলডিডিপি প্রকল্পের আওতায় বুফ এন্ড বুফালো পিজি ও ডেইরি পিজি গ্রপের প্রতিটি সদস্যের জন্য বরাদ্দকৃত বাজেট উক্ত কর্মকর্তা অস্বীকার করেছেন। প্রাণী সম্পদ বিভাগে ভ্যাকসিন সংকট দেখিয়ে অর্থ গ্রহন সাপেক্ষে কৌশলে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে মোটা অংকের টাকা গ্রহন করছেন উক্ত কর্মকর্তা। এ ছাড়া উক্ত কর্মকর্তা বিগত সময়ে বিভিন্ন উপজেলায় চাকুরি করার সুবাদে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। বক্তারা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com