বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)-এর ২০২৫-২০২৬ সালের জন্য নব নির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃপক্ষ। ০৬ মার্চ (বৃহস্পতিবার) বিআইএ-এর কার্যালয়ে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর ভাইস চেয়ারম্যান এবং বিআইএ-এর নির্বাহী কমিটির নব নির্বাচিত সদস্য (লাইফ) মোঃ আমিন হেলালী-এর নের্তৃত্বে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম বিআইএ-এর নির্বাহী কমিটির নব নির্বাচিত প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আদিবা রহমান এবং ভাইস প্রেসিডেন্ট কাজী শাখাওয়াত হোসেইন (লিন্টু)-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান এবং তাঁদের কার্যমেয়াদের সাফল্য কামনা করেন। এসময় আরোও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির।