ভোলার দৌলতখানে অবৈধ তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৮ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়তি রাণী কৈরী এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী লাইসেন্স নবায়ন না থাকায় যমুনা ব্রিকস ও ওপি ব্রিকসকে নগদ ৫০ হাজার টাকা করে এবং লাইসেন্স না থাকায় মেঘনা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত ইটভাটা সমূহ বন্ধ ঘোষণার আদেশ দেন ভ্রাম্যমান আদালত। অভিযান চলাকালে ফায়ার সার্ভিস কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন।