‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও দুর্যোগে করনীয় শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ মহড়া প্রদর্শণ করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিফাত আরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান মন্ডল, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দীন সরদার প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্যোগে করনীয় শীর্ষক মহড়া প্রদর্শণ করেন।