শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
সিএসপিএস’র উদ্যোগে যাকাত ও এর আর্থসামাজিক ব্যাবস্থাপনা বিষয়ক সেমিনার শ্রীমঙ্গলে ছদ্মবেশে মসলা কারখানায় হাজির এসিল্যান্ড, জরিমানা ধনবাড়ীতে সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা নেত্রকোণায় বিএনপির কেন্দ্রীয় নেতার ইফতার মাহফিল উলিপুরে পাটচাষি প্রশিক্ষণ কাপাসিয়ায় ‘আদর্শ শিক্ষক ফেডারেশনের’ দোয়া ও ইফতার মাহফিল আউশধানের আবাদ বাড়াতে হাকিমপুরে বিনামূল্যে বীজ-সার বিতরণ ২৪’ঘন্টার মধ্যে ধর্ষণের আসামীকে ধরতে হবে-নাহিদ ইসলাম লালমনিরহাটের পাটগ্রামে খামারীদের মধ্যে পরিচর্যা সামগ্রী বিতরণ না করে ফিরে গেলে ইউএনও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার মাহফিল সাতক্ষীরার নলতায়

আউশধানের আবাদ বাড়াতে হাকিমপুরে বিনামূল্যে বীজ-সার বিতরণ

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

দিনাজপুরের হাকিমপুরে চলতি খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় আউশ ধান ও গ্রীষ্মকালীন মুগডালের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এই বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভা, বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মোনতাসির মামুন, পল্লী উন্নয়ন অফিসার মোঃ গোলাম রব্বানী, সফল কৃষক কামরুজ্জামান শুভ, সহ কৃষক কৃষাণীরা। উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, আমাদের উপজেলায় অন্য ফসলের আবাদ এর পাশাপাশি আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য এই কর্মসূচির আওতায় কাজ করছে উপজেলা কৃষি অফিস। আমরা এবার হাকিমপুর উপজেলায় ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করেছি। পরবর্তীতে মুগডাল এর বীজ ও সার আসলে সেগুলো কৃষকের মাঝে বিতরণ করা হবে বলে জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com