গতকাল রোববার সকালে দুপচাঁচিয়া পৌরসভায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ৪ হাজার ৬শ ২১জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। পৌরসভা চত্বরে এই চাল বিতরণের উদ্বোধন করেন পৌর প্রশাসক ইউএনও শাহ্রুখ খান। এসময় নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, হিসাব রক্ষণ কর্মকর্তা দেওয়ান আহসানুল রাশেদ, ট্যাক অফিসার দিপক কুন্ডু, সমাজসেবা কর্মকর্তা ফিরোজশাহ্, দুপচাঁচিয়া পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দীন সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬শ ২১জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে জন প্রতি ১০ কেজি হারে মোট ৪৬.২১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।