পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক ব্যবসায়ী ও বিস্ফোরক মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে গাবগাছিয়া গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে বিস্ফোরক মামলার আসামী যুবলীগ কর্মী আলফাজ উদ্দিন(৩৫)কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আলফাজ দীর্ঘদিন যুবলীগের সাথে জড়িত। এলাকায় যুবলীগ-ছাত্রলীগের নেতাদের সহযোগীতায় মাদক ব্যবসা, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। গনঅভ্যুথানের পর গা-ঢাকা দিয়েও মাদক ব্যবসা চালিয়ে যাওয়া এবং নিজ বাড়িতে যুবলীগ-ছাত্রলীগের পলাতক নেতাকর্মীদের আশ্রয় দিয়ে আসছে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিস্ফোরক মামলার আসামী আলফাজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।