গতকাল রোববার বিকালে দুপচাঁচিয়া উপজেলা, দুপচাঁচিয়া পৌর ও তালোড়া পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মী সমাবেশ সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন কাঁচা বাজার চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সাখিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু, মোকলেছার রহমান, মোফাচ্ছেরুল ইসলাম সাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ সুলতান সজিব, বগুড়া সদর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সরকার সিফাত, দুপচাঁচিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়ালিউল ইসলাম পুটু, সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ। সমগ্র সমাবেশটি পরিচালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান।