বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

টঙ্গীতে হযরত মাওলা আলী (রাঃ) এর মহা পবিত্র শাহাদাৎ দিবস উপলক্ষে ইফতার মাহফিল

বশির আলম টঙ্গী
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

হযরত মাওলা আলী (রাঃ) এর মহা পবিত্র শাহাদাৎ দিবস উপলক্ষে টঙ্গীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারীর সার্বিক তত্বাবধানে টঙ্গীস্হ চেরাগআলী রোড বালুর মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শিক্ষাবন্ধু বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন আহমোদ। তরিকত ফাউন্ডেশন সভাপতি মফি আহমেদ,তরিকত ফাউন্ডেশন সাধারণ সম্পাদক শেখ ফরিদ, আলহাজ্ব মতিউর রহমান বেপারী নেদায়ে ইসলাম জামে মসজিদ সভাপতি, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, ছাত্রদল নেতা সৈকত বেপারী। বিশেষ অতিথির বক্তব্যে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ফ্যাসিবাদ আওয়ামী সরকার আমাদের কি পরিমান উপর হামলা, মামলা, অত্যাচার-নির্যাতন করেছে তা আপনারা জানেন। গত ১৬টি বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। গুম ,খুন আর মিথ্যা মামলা দিয়ে একটি নির্বিকার রাষ্ট্রে পরিণত করেছিল হাসিনা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমরা নি:শ্বাস নিতে পারতাম না। ৫ আগস্টের পর থেকে আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি। ফ্যসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে ঘরে থাকতে পারি নাই। আমর বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে। দীর্ঘ তের মাস জেল খেটেছি। শেখ পরিবারের হাসিনা থেকে শুরু করে শেখ পরিবারের হাজার হাজার কোটি টাকার চুরির অভিযোগ আছে। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল। শেখ হাসিনা খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি তারা। বিএনপির ক্ষতি করার হাজারো চেষ্টা চালিয়েছিল। ইফতার মাহফিল তরিকত ফাউন্ডেশন সভাপতি মফি আহমেদ বলেন, শেরে খোদা হযরত আলী রাদ্বিয়াল্লাহু আনহু সত্যের মানদন্ড। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। তাই রাজনীতি করার আগে নিজেদের নৈতিক ও আদর্শিক ভিত্তি শক্তিশালী করতে হবে। আসুন, এই রমজানে আমরা কোরআনকে সহীশুদ্ধভাবে পড়ার, বোঝার ও সঠিক তরিকতের মাধ্যমে ইসলামী সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিই। ইফতারে আগে দেশের এই ক্রান্তিলগ্নে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। ইফতার মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com