বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

এপেক্স ক্লাব অব বান্দরবানের ঈদ সামগ্রী বিতরণ

তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) বান্দরবান পৌরসভার ৬ নং ওয়াড নতুনপাড়া হাজেরারমাট টেকে নারী-পুরুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে. নাসিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আইপিএনএসডি এপে: মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী আরমান, পিডিজি এপে: কামাল পাশা,এপেক্স ক্লাব অব বান্দরবানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. রুইপ্রু অং মার্মা সভাপতিত্বে উক্ত সেবা কাজে আরো উপস্থিত ছিলেন বান্দনবান ক্লাবের এপে.মোহাম্মদ তারেক প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন,মানুষের জন্য কাজ করতে পারা সৌভাগ্যের সৃষ্টির্কতা নিজেই এর প্রতিদান দিবেন। তিনি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে যে সেবা দিচ্ছেন তার জন্য এপেক্স ক্লাব অব বান্দরবানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। অতিত সেবা পরিচালক এপে: নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, এপেক্স ক্লাব অব বান্দরবান মাহে রমজান উপলক্ষে মাসব্যপি নানা কর্মসূচী গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজকে এ আয়োজন করা হয়েছে। এপেক্স ক্লাব অব বান্দরবান মাসব্যপি যে কার্যক্রম হাতে নিয়েছে তা সত্যিই মহৎ কাজ তিনি সকলকে মানবতার কাজে এগিয়ে আসার আহবান জানান। পরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com