বাংলাদেশ স্পোর্টস ক্লাব, ওমানের উদ্যোগে পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ নুরুন্নবী শাহাজানের তত্ত্বাবধানে ও তার বাসভবনে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোহাম্মদ হানিফুল ইসলাম। ইফতার মাহফিলের সূচনা হয়েছিল কোরআন তেলোয়াত এবং খতমে গাউছিয়ার মাধ্যমে। এরপর সকল অতিথি ও ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে খতমে গাউছিয়া শরীফ পাঠ করেন। মিলাদ কিয়াম করেন ক্লাবের ধর্মীয় সম্পাদক মাওলানা নাজমুল হক। ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ জমির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদুল আলম, দপ্তর সম্পাদক এস,এম, শুয়াইবুল হক বাবলু, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবর, মোহাম্মদ সাব্বির, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিক, মোহাম্মদ কামাল, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেদুল আলম, সহ ধর্মীয় সম্পাদক মাওলানা মোহাম্মদ ইলিয়াছ, সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আকবর আলী জয়, সদস্য মোহাম্মদ বাবুল, সিন্ধু বড়ুয়া,বাটু বড়ুয়া, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ জিয়াউল হক, মোহাম্মদ আকবর সহ অন?্যন?্যা সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তারা বলেন এই মাহফিলের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করেছি, পাশাপাশি আমাদের একতা, সহযোগিতা এবং ভালোবাসা আরও মজবুত হয়েছে। আশা করি এই ধরনের আয়োজন ভবিষ্যতেও ক্লাবের সদস্যদের মধ্যে একতা সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখতে সহায়ক হবে।