সবার আগে ঈদের সাজে, সাজবে শিশু ফুটবে হাসি” এই স্লোগানকে সামনে রেখে, চাইল্ড কেয়ার বাংলাদেশ সংগঠন শনিবার (২২শে মার্চ) মৌলভিবাজারের আদর্শ গ্রামে এক বিশেষ ঈদ ইভেন্ট তথা ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানে ৪৫ জন সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের উপহার প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মো: মিরাজ উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইমন ও প্রচার সম্পাদক আইয়ুব আদনান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন কো-চেয়ারম্যান ও পরিচালক তৌফিকুল ইসলাম তপু, ঈদ ইভেন্ট আয়োজক কমিটি পরিচালক ইমাম সম্রাট, সদস্য সচিব মাঈন উদ্দীন রাকিব, সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সহ অর্থ সম্পাদক ইয়ামান, দপ্তর সম্পাদক শাহরিয়া আবির, সদস্য আসাদুল্লাহ, এলাকা প্রতিনিধি আবির, এবং স্থানীয় মুরুব্বীগণ। সংগঠন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইমন অনুষ্ঠানে বলেন, আমাদের কার্যক্রম মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন এবং দুটি পৌরসভার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিবছর চলমান থাকবে। আমরা মিরসরাইবাসীর সহযোগিতা কামনা করি এবং সকলের কাছে দোয়া চাই। তিনি আরও জানান, এই ঈদে বারইয়ারহাট বাজারে কিছু ছিন্নমূল শিশুকে ঈদের জামা উপহার প্রদান করার প্রস্তুতি নেওয়া হয়েছে, যা আগামী ২৬ রমজান এর মধ্যে শেষ হবে।