শেষ রক্ষা হলো না পাকিস্তানের। এক ম্যাচ পর ফের ব্যাটিং ধস। মাউন্ট মঙ্গানুইতে কিউইদের ম্যাচে দাঁড়াতেই পারলো না তারা। রেকর্ড ব্যবধানে হেরেছে সালমান আগার দল। লজ্জার হারে হাতছাড়া হয়েছে সিরিজও।
রোববার ( ২৩ মার্চ) পাঁচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ১১৫ রানে হেরে গেছে পাকিস্তান। আগে ব্যাট করে কিউইদের করা ৬ উইকেটে ২২০ রানের বিপরীতে ১৬.২ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
ব্যাটিং ব্যর্থতায় প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। রেকর্ড গড়া জয়ে সিরিজে ফিরে তারা। তবে আজ তারাই হেরে গেছে রেকর্ড ব্যবধানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে যা তাদের সবচেয়ে বড় হার।
এবার রেকর্ড ব্যবধানে হেরে সিরিজও খুইয়েছে পাকিস্তান। ৩-১ ব্যবধানে সিরিজের ট্রফি ঘরে তুলেছে নিউজিল্যান্ড। আগামী ২৬ মার্চ ওয়েলিংটনের শেষ টি-টোয়েন্টি ম্যাচটা কেবল এখন তাই নিয়ম রক্ষার।
আগের ম্যাচে ২০৪ রান তুলেও হারের পর এবার ২২০ রান করে কিউইরা। যেখানে বড় অবদান ফিন অ্যালেনের। আরেক ওপেনার টিম সেইফার্টও কম যাননি। দু’জনের ব্যাটে ৮ ওভারেই তিন অংকে পৌঁছায় স্বাগতিকরা।
ফিন অ্যালেন ২০ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মাঝে সেইফার্ট আউট হোন ২২ বলে ৪৪ রানে। এরপর মার্ক চাপম্যান ১৬ বলে ২৪ ও ডেরিয়েল মিচেল ২৩ বলে করেন ২৯ রান।
অধিনায়ক মাইকেল ব্রাসওয়েল ২৬ বলে অপরাজিত থাকেন ৪৬ রানে। পাকিস্তানের হয়ে হারিস রউফ ৩ ও আবরার আহমেদ নেন ২ উইকেট।
জবাবে পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারায় পাকিস্তান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হাসান নওয়াজ আউট হন ৪ বলে মাত্র ১ রান করে। দ্রুত ফেরেন মোহাম্মদ হারিসও (৪)। সালমান আগা, শাদাব খান ও খুশদিল শাহ আউট হন সমান ১ রানে।
মাঝে কিছু রান যোগ করেন ইরফান খান (১৬ বলে ২৪)। তবুও মাত্র ৫৬ রানে পতন হয় ৮ উইকেটের। নবম উইকেটে হারিস রউফকে সাথে নিয়ে পাকিস্তানের মান বাঁচান আব্দুল সামাদ। ৮০ রানের মাথায় আউট হন রউফ।
৩০ বলে ৪৪ রানের ইনিংস খেলে পাকিস্তানকে ১০০ পার করে দেন সামাদ। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট শিকার করেন জ্যাকব ডাফি। ৩ উইকেট নেন জাকারি ফোকেস।শেষ রক্ষা হলো না পাকিস্তানের, রেকর্ড ব্যবধানে হেরে সিরিজ হার
রোববার ( ২৩ মার্চ) পাঁচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ১১৫ রানে হেরে গেছে পাকিস্তান। আগে ব্যাট করে কিউইদের করা ৬ উইকেটে ২২০ রানের বিপরীতে ১৬.২ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা।