বাংলাদেশ কালচারাল একাডেমি বিসিএ এর ৩ নম্বর মিডিয়া জোনের ইফতার এবং “ফাইজা মিডিয়া ওয়ার্ল্ড” এর অফিস উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হলো। হাবিবুল্লাহ শিকদারের সভাপতিত্বে আহসান হাবীব খানের উপস্থাপনায়
রাজধানীর মিরপুরে ফাইজা মিডিয়া ওয়ার্ল্ডের নিজস্ব অফিসে এই চমৎকার আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সহ-সভাপতি জনাব মাহফুজুর রহমান কচি, বিশেষ অতিথি ছিলেন বিসিএ’র অর্থ সম্পাদক জনাব সুলতান মাহমুদ ও ৪ নং জোন এর সভাপতি জনাব ইয়াকুব বিশ্বাস। আমন্ত্রীত মেহমান ছিলেন বিশিষ্ট গীতিকার সুরকার আবুল আলা মাসুম, শিল্পী ওবায়দুল্লাহ তারেক, গীতিকার সুরকার মাহফুজ বিল্লাহ শাহী, সংগীত পরিচালক পারভেজ জুয়েল, নাট্য নির্মাতা মাজেদূর রহমান হাসু, এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হুমায়ুন কবির রাসেল, বিশিষ্ট অডিও বই পাঠক গল্প তরু চ্যানেলের কর্ণধার রাজ, ডিবিসি বাংলার হারুনুর রশিদ ও শাহিনুর রহমান। এছাড়াও মিডিয়ার বিভিন্ন শাখার গন্য মান্য ব্যক্তি বর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান ও স্বাধীনতাকে ধারণ করে মিডিয়া ও সাংস্কৃতিক কর্মীদেরকে তাদের গান কবিতা ও লিখনীর মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে।-সংবাদ বিজ্ঞপ্তি