বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

দেশ ও সমাজ গঠনে সুফিবাদ চর্চার বিকল্প নেই—-নুর মোহাম্মদ রানা

মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে “ইসলাম ও পবিত্র রমজান” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২২ মার্চ সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফোরামের মহাসচিব মাস্টার মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী আবুল মনসুর, মাইজভা-ার দরবার শরীফের শাহাজাদা সৈয়দ নাফিসুর রহমান আল মাইজভা-ারী, ইয়াকুব ভান্ডার দরবারের শাহজাদা মোহাম্মদ রেজাউল করিম ইয়াকুবী (বড় মিয়া), ফোরামের ভাইস চেয়ারম্যান ও এটিএন নিউজ এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও হেড অব নিউজ এস এম আকাশ, যুগ্ম মহাসচিব মো. ইলিয়াস সোহেল, প্রচার সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন মিঞাজী, নির্বাহী সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা এম সোলায়মান ফরিদ, পীরজাদা অধ্যক্ষ মাহমুদুল হক নঈমী, ওসখাইন দরবারের শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাঁদ মিয়া, মহিভা-ার দরবারের শাহজাদা আনোয়ার শাহ মাইজভা-ারী, দৈনিক সকালের সময় পবিত্রকার ব্যুরো প্রধান এস এম পিল্টু, দৈনিক আইন বার্তা চট্টগ্রামের ব্যুরো চীফ রিপন চৌধুরী, সিনিয়র সাংবাদিক রাজিব সেন প্রিন্স, সাংবাদিক এস এম আমিন, শাহজাদা আজগর শাহ্ ঈসাপুরী, রেনেস্কোঁ স্যুয়েটারের পরিচালক মোহাম্মদ মুসা, বিশিষ্ট সমাজসেবক লেখক মোহাম্মদ হারুণ পাশা, ইউসিবিএল ব্যাংকের ব্যবস্থাপক এস এম ইয়াকুব, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হায়দার আলী, বিশিষ্ট রাজনীতিবিদ শেখ আলাউদ্দিন, ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, আর্থোপেডিক্স ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন, সাংবাদিক আইয়ুব মিয়াজী, সাংবাদিক জামশেদ, নাজমুল হুদা সাকিব, আনিছ মোহাম্মদ বিবলু প্রমূখ। বক্তারা বলেন, দেশ সমাজ পরিবার ও জাতি গঠনে সুফিবাদ চর্চার কোন বিকল্প নেই। দেশের চলমান রাজনৈতিক ও উগ্রপন্থীদের অরাজকতা ঠেকাতে সকল দরবার ও সুফি পথের ও মতাদর্শের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আলোপ করেন। পরিশেষে আখেরি মুনাজাত পরিচালনা করেন আওলাদে গাউছুল আযম মাইজভা-ারী শাহজাদা ছৈয়দ নাফিসুর রহমান আল-মাইজভা-ারী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com