ময়মনসিংহের ভালুকায় ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদের আয়োজনে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মাসজিদুল আকসা পূণরুদ্ধানে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ওই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভালুকা উপজেলা ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক মিনহাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাকিব আহমেদ, ময়মনসিংহ জেলা যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক হিমেল জাকারিয়া, ভালুকা যুব অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আকরাম হোসেন। বক্তারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেন এবং ইসরায়েলি সকল পণ্য বয়কটের ডাক দেন। এসময় উপস্থিত ছিলেন ভালুকা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জুনায়েদ ইমরান, সাধারণ সম্পাদক তানভীর হাসান রাহাত, সাংগঠনিক সম্পাদক এসকে উজ্জ্বল সহ প্রমুখ।