বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

শ্যামনগরের ভূরুলিয়ায় বিএনপির ইফতার মাহফিল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার চালিতাঘাটা ঈদগাহ ময়দানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ড. মো. মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভূরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জিএম লিয়াকত আলী। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে আগত নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের সফলতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com