বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

কেসিসি প্রশাসকের নগরীর ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিন পরিদর্শন

খুলনা প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার সোমবার দুপুরে মহানগরীর ২২ ও ২৯নং ওয়ার্ড এলাকার মশক নিয়ন্ত্রণ ও ড্রেনের পরিস্কার পরিচ্ছন্œতা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। উল্লেখ্য, মশক নিয়ন্ত্রণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করতে সোমবার থেকে নগরজুড়ে একযোগে ক্রাশ প্রোগ্রাম শুরু করা হয়েছে। পরিদর্শনকালে মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ ও শেখ হাফিজুর রহমান, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন খুলনার সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম জহির, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড. মো: বাবুল হাওলাদার, নাগরিক নেতা মিজানুর রহমান বাবুসহ বিভিন্ন নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার কেসিসি প্রশাসক নগরীর সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকা এবং ২৭ মার্চ বৃহস্পতিবার দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকার ওয়ার্ডসমূহে চলমান ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি সরেজমিন পরিদর্শন করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com