ময়মনসিংহের তারাকান্দায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময় কালে তিনি বলেন, আমি রাজনীতি করতে আসিনি জনগণের সেবা করতে এসেছি। সোমবার (২৪ মার্চ) দুপুরে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে উপজেলার কর্মরত সাংবাদিকগণ নবাগত ইউএনওর কাছে উপজেলা বাসীর বিভিন্ন দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। এছাড়াও মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং উপজেলার রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সময় নবাগত ইউএনও জাকির হোসেন বলেন, আমার মেসেজ ক্লিয়ার আমি রাজনীতি করতে আসিনি উপজেলা বাসীর জনগণের সেবা করতে এসেছি, উপজেলাবাসীদের পাশে থেকে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন সকলের সহযোগীতা চান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি (সিনিয়র সাংবাদিক) নাজমুল হক, তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাগর তালুকদার, তারাকান্দা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (দৈনিক জাহান) তারাকান্দা প্রতিনিধি হোসেন আলী, দৈনিক ইনকিলাব (তারাকান্দা প্রতিনিধি) ফজলে এলাহি ঢালী, তারাকান্দা মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক দেশকাল প্রতিনিধি আহসান হাবীব, সহ-সাংগঠনিক সম্পাদক ডেল্টা টাইমস হুমায়ুন কবির, সদস্য দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি আব্দুর রউফ ও সদস্য মাজেদুল হক আকন্দ। এ সময় তিনি সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতার কামনা করেন। তিনি আরো বলেন,তারাকান্দা উপজেলা বাসিকে ভালো রাখতে আমি সার্বক্ষণিক চেষ্টা করে যাব। তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক,বাসস্ট্যান্ডে যানজট নিরসনের কথা তুলে ধরে বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন।