বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

মিরসরাইয়ে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মিরসরাইয়ে পূর্ব তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক নিজামীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রকৃত দোষিদের বিচারসহ সকল শিক্ষকের মর্যাদাপূর্ণ নিরাপত্তার দাবি তোলা হয়। আজিজুল হক নিজামী মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি। সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় মিরসরাই উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। মানববন্ধন শেষে শিক্ষকদের প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের কাছে স্মারকলিপি প্রদান। জানা গেছে, মানববন্ধন শেষে শিক্ষকরা ইউএনও এবং শিক্ষা অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেন। এ সময় জড়িতদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এছাড়াও অনতিবিলম্বে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচিতে যাবেন বলেও জানান শিক্ষকেরা। মহালংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল্লাহ্ বলেন, আমরা শিক্ষক হয়ে কোনো শিক্ষকের ওপর হামলা মানতে পারি না। আমরা আজ মানববন্ধন শেষে স্মারক লিপি দিয়েছি। আমরা চাই, প্রশাসন তদন্ত করে সঠিক অপরাধিকে বিচারের আওতায় নিয়ে আসবে। আমরা এ হামলার বিচার চাই। প্রসঙ্গত, শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে মিরসরাই পৌরসদরে লতিফীয়া গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আজিজুল হক নিজামীর ওপর হামলার ঘটনা ঘটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com