বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোংলা প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ রেজি নং ২১৪৩ এর সহযোগিতায় এবং মোংলা বন্দর কর্তৃপক্ষ,বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশনের আয়োজনে মোংলা বন্দরে কর্মরত অস্থায়ী শ্রমিক ও কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ২৪ মার্চ (২০২৫) সোমবার সকাল ১১ টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মোংলার শ্রমজীবী মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উপহারের মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। এতে শতাধিক শ্রমিক উপকৃত হয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পৌর আহ্বায়ক সাবেক মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৌর সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান মানিক , মোংলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকন্ঠ পত্রিকার মোংলা প্রতিনিধি মোঃ আহসান হাবীব হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শ্রমিকরা আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তারা দিনরাত পরিশ্রম করে বন্দর ও শিপিং শিল্পকে সচল রাখেন। তাই তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ গ্রহণ করেছি। ঈদ সামগ্রী পেয়ে শ্রমিকরা আনন্দ প্রকাশ করেন এবং বাংলাদেশ শিপিং এজেন্ট ও মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। উল্লেখ্য, প্রতি বছরই বাংলাদেশ শিপিং এজেন্ট ও মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ায় এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com