সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম ::
৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’ নারী সংস্কার কমিশন বাতিলসহ ৫ দাবিতে মহাসমাবেশের ডাক হেফাজতের ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণা করায় আ’লীগের জন্য যে দুঃসংবাদ দিলেন পিনাকী শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাষ্ট্রদূত সুফিউর রহমান গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন:চিফ প্রসিকিউটর সুগন্ধীর উৎস আগর গাছ চাষ করে সফল বন বিভাগ আ.লীগ জনগণকে বিভ্রান্ত করতে আলাউদ্দিন জিহাদির মিথ্যা বক্তব্য ছড়াচ্ছে : প্রধান উপদেষ্টার প্রেস উইং বিদেশি ঋণ নিতে হলে পরামর্শকের বোঝা বইতেই হবে: পরিকল্পনা উপদেষ্টা শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

হিলিতে যৌন নিপীড়নকারী প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

দিনাজপুরের হিলিতে যৌন নিপীড়নের অভিযোগে খট্রামাধবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছদরুল শামীম স্বপনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এবিষয়ে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীরা। রোববার (২৪ মার্চ) বিকেলে উপজেলার মাধবপাড়া গ্রামে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও রাস্তা অবরোধ করে প্যানেল চেয়ারম্যান স্বপনের কুশপুত্তলিকা পোড়ানো হয়। পারভীন আক্তার, সুখি বেগমসহ কয়েকজন মহিলা বিক্ষোভকারীরা বলেন, আমাদের এই ইউনিয়ন চেয়ারম্যান স্বপনের চরিত্র ভাল। সে একজন জনপ্রতিনিধি, তার কাছে আমরা নারীরা নিরাপদ না। সে মেম্বার হওয়া থেকেই আমাদের দিকে কুদৃষ্টি এবং কুপ্রস্তাব দিয়ে আসছে। আমরা এমন চেয়ারম্যান চাই না। শফিকুল ইসলাম নামের একজন বিক্ষোভকারী বলেন, যদি ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানকে গ্রেফতারসহ অপসারণ করা না হয় তাহলে আরও কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে। আগামীতে হিলি-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করবো। ভুক্তভোগী মাহফিজার রহমান রকি বলেন, আমি ১নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের একজন সাধারণ বাসিন্দা। প্যানেল চেয়ারম্যান স্বপন আমাকে দীর্ঘদিন ধরে আমার স্ত্রীকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে আসছে। সে আমাকে লোভ দেখায়। শেষে ভিজিএফ এর চাল দেওয়ার লোভ দেখিয়ে আমার স্ত্রীকে ভোগ করার প্রস্তাব দেয় আমাকে। আমি রাজি না হওয়া সে তার গুন্ডাবাহী নিয়ে আমার উপরে আক্রমণ করে। এবিষয়ে আমি তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছি। আমি তার শাস্তি চাই। এবিষয়ে হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিঞা জানান, থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী। বিষয়টি দেখা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com