বান্দরবানের লামা তথ্য অফিসের উদ্যোগে ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সহকারী তথ্য অফিসার মোঃ রাশেদুল হক এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলার সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশিস বিশ্বাস,লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ মোঃ ইমতিয়াজ, গণমাধ্যম কর্মী, ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শুধুমাত্র ২৫ মার্চই নয়, মুক্তিযুদ্ধের নয়মাস ধরে গণহত্যা হয়েছে। আর এই গণহত্যা কেবল ৩০ লাখে সীমাবদ্ধ নয়। এর চেয়ে বেশী মানুষকে মুক্তিযুদ্ধের সময় হত্যা করা হয়েছে। গণহত্যার দায় পৃথিবীর সবচেয়ে বড় দায়। এ গণহত্যা আমাদের মুক্তিযুদ্ধকে সামগ্রিক ভাবে পরিচিতি দিয়েছে। ২৫ মার্চ কালোরাতে নিরহ ও নিরস্ত্র মানুষ কে হত্যা এবং একাত্তরের গণহত্যা নিয়ে বড় পর্দায় প্রামন্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। এছাড়া অতিথিবৃন্দ জুলাই-২৪ বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান।